×

জাতীয়

হলমার্ক কেলেঙ্কারি

আইনে থাকলে আসামিদের ‘মৃত্যুদণ্ড দিতেন’ বিচারক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৬:৪৯ পিএম

আইনে থাকলে আসামিদের ‘মৃত্যুদণ্ড দিতেন’ বিচারক

আলোচিত হলমার্ক কেলেঙ্কারির মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ তাদের সঙ্গীদের অপরাধের যে মাত্রা, তাতে তাদের মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল। কিন্তু সংশ্লিষ্ট আইনের সীমাবদ্ধতায় তাদের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম মঙ্গলবার (১৯ মার্চ) আলোচিত এ মামলার রায় ঘোষণার সময় এ পর্যবেক্ষণ দেন। 

রায়ে তানভীর-জেসমিনসহ ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আট আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

২৮৪ পৃষ্ঠার রায়ের পর্যবেক্ষণে আদারত বলেন, মামলাটির ঘটনা ব্যাংকিং ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। যে অপরাধীরা দেশের জনগণের আমানত, দেশের ব্যাংকিং ব্যবস্থা, দেশের অর্থনীতিকে খেলা মনে করে, তাদের মৃত্যুদণ্ডের মতো সাজা হওয়া উচিত মর্মে আদালত মনে করে। কিন্তু সংশ্লিষ্ট আইনে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। এমতাবস্থায় অপরাধের সঙ্গে সরাসরি জড়িতদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App