×

জাতীয়

রো‌হিঙ্গাদের জন্য জেআরপিতে ৮৫ কোটি ডলার চাওয়া হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০১:২৬ পিএম

রো‌হিঙ্গাদের জন্য জেআরপিতে ৮৫ কোটি ডলার চাওয়া হবে

রোহিঙ্গাদের জন্য ২০২৪ সালের যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি) ঘোষণা করা হবে। আর এ জেআরপিতে এবার রোহিঙ্গাদের জন্য ৮৫ কোটি ২৪ লাখ ডলার চাওয়া হবে।

সুইজারল্যান্ডের স্থানীয় সময় বুধবার (১৩ মার্চ) জেনেভায় রোহিঙ্গাদের জন্য জেআরপি ঘোষণা করা হ‌বে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জা‌তিসং‌ঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচ‌সিআর সূ‌ত্রে এ তথ্য জানান হয়।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ব‌লেন, রোহিঙ্গাদের অর্থায়‌নে আন্তর্জাতিক সহায়তা তহবিল কম‌ছে। ২০২৩ সালে রোহিঙ্গাদের জন্য ৮৭ কোটি মার্কিন ডলার পাওয়া গে‌ছে। যে তহ‌বিল চাওয়া হ‌য়ে‌ছিল, তার অর্ধেক পাওয়া গে‌ছে। এবার ৮৫ কোটি ২৪ লাখ ডলার চাওয়া হচ্ছে। এবা‌রের জেআরপিতে সাড়ে ১৩ লাখ মানুষের জন্য মানবিক সহায়তা চাওয়া হচ্ছে। ত‌বে মানবিক সহায়তার চাহিদা রয়েছে সাড়ে ১৫ লাখ মানুষের।

জেনেভায় জেআরপি-২০২৪ ঘোষণায় বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করছে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

প্রসঙ্গত, ২০১৭ সালে থেকে জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গাদের জন্য জেআরপি নামের মানবিক সহায়তা চাওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App