×

জাতীয়

পূর্ণ প্যানেলে সম্মিলিতর জয়, বিজিএমইএর পরবর্তী সভাপতি কচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৯:০৮ এএম

পূর্ণ প্যানেলে সম্মিলিতর জয়, বিজিএমইএর পরবর্তী সভাপতি কচি

বিজিএমইএর নির্বাচনে এবার পূর্ণ প্যানেলে জয় পেয়েছে সম্মিলিত পরিষদ। ফলে বিজিএমইএর পরবর্তী সভাপতি হচ্ছেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এস এম মান্নান কচি। তিনি বর্তমান সভাপতি ফারুক হাসানের স্থলাভিষিক্ত হবেন৷ শনিবার দিনভর ঢাকা ও চট্টগ্রামে সংগঠনটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১২ টার ফল পাওয়া যায়। 

ফলাফলে দেখা যায়, পূর্ণ প্যানেলে জয় পেয়েছে সম্মিলিত পরিষদ। ফোরামের কেউ জয়ী হননি। ফলে ৩৫ পরিচালক পদে সবাই সম্মিলিতর। সভাপতি পদে কচির নাম ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। 

সাবেক সহ-সভাপতি এস এম মান্নানের (কচি) নেতৃত্বে এবারের নির্বাচনের সম্মিলিত পরিষদের নির্বাচিত পরিচালকরা হলেন, আবদুল্লাহ হিল রাকিব, এম শহিদউল্লাহ আজিম, মো. মহিউদ্দিন রুবেল, খন্দকার রফিকুল ইসলাম, ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, মো. শাহাদাত হোসেন, মো. রেজাউল আলম মিরু, মো. জাকির হোসেন, মো. ইমরানুর রহমান, আশিকুর রহমান তুহিন, মিরান আলী, নুসরাত বারী আশা, মো. নুরুল ইসলাম, মো. নাসির উদ্দিন, আবরার হোসেন সায়েম, শামস মাহমুদ, মোহাম্মদ সোহেল সাদাত, শোভন ইসলাম, আনোয়ার হোসেন মানিক, সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, হারুন আর রশিদ, আরশাদ জামাল দীপু, আসিফ আশরাফ, মেজবাহ উদ্দিন খান, রাজিব চৌধুরী, এম. আহসানুল হক, মোহাম্মদ রাকিব আল নাসের, আমজাদ হোসেন চৌধুরী, রাকিবুল আলম চৌধুরী, মোহাম্মদ মুসা, মোস্তফা সরোয়ার রিয়াদ, গাজী মো. শহীদুল্লাহ, মো. আবচার হোসেন ও সৈয়দ নজরুল ইসলাম।

রাত সাড়ে দেড়টার দিকে সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়কারী ও বিজিএমইএর সাবেক সভাপতি  মো. সিদ্দিকুর রহমান বলেন, আমরা পূর্ণ প্যানেলে জয় পেয়েছি। আমাদের মধ্যে যে সর্বনিম্ন ভোট পেয়েছে, তার সঙ্গে ফোরামের সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীরও ভোটের পার্থক্য প্রায় ২০০। সম্মিলিত পরিষদের আরেক নেতা সালাম মূর্শেদী সারাবাংলাকে বলেন, আমরা পূর্ণ প্যানেলে জয় পেয়েছি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App