×

জাতীয়

নির্বাচনে অনিয়ম ও সংঘর্ষের ঘটনায় আটক ৪৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৫:০৯ পিএম

নির্বাচনে অনিয়ম ও সংঘর্ষের ঘটনায় আটক ৪৫

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ সারাদেশে ২৩১টি স্থানে নির্বাচনে অনিয়ম ও সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নির্বাচন কমিশনের (ইসি) গঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মনিটরিং সেল সূত্রে এ তথ্য জানা গেছে। 

নির্বাচন কমিশনের (ইসি) অ্যাপ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ৪২ শতাংশ আর কুমিল্লা সিটিতে ৩৩ শতাংশ ভোট পড়েছে।

কুমিল্লা-ময়মনসিংহ সিটিসহ ২৩১ নির্বাচনে ভোট সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি। 

ইসির তথ্যানুযায়ী, ময়মনসিংহ সিটিতে সাধারণ এবং কুমিল্লা সিটিতে মেয়রের শূন্য পদে উপনির্বাচন ছাড়াও তিনটি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পৌরসভার মেয়রের শূন্য পদসহ নানা ওয়ার্ডের কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ৭টি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন হচ্ছে। 

কমিশনের তথ্যে, ময়মনসিংহ নগরীর ১২৮টি কেন্দ্রের ৯৯০টি বুথে ভোটার হচ্ছে। ভোট উপলক্ষে নগরের সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ আছে। যানবাহন চলাচলও সীমিত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App