×

জাতীয়

রেইজ প্রকল্পের সেমিনারে বক্তারা

প্রত্যাগত অভিবাসী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৫:২৯ পিএম

প্রত্যাগত অভিবাসী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে হবে

প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণ তথা সমাজে পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) যশোর জেলা প্রশাসনের ‘অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে’ এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে বক্তারা বলেন, প্রত্যাগত অভিবাসী কর্মীদের টেকসই পুন:একত্রীকরণে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে যথাযথভাবে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে। 

তাদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে আয়বর্ধক কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণ তথা সমাজে পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। 

অনুষ্ঠিত সেমিনারে রেইজ প্রকল্পের প্রকল্প পরিচালক সৌরেন্দ্রনাথ সাহা ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে সভাপতিত্ব করেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। 

সেমিনারে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা, কমলেশ মজুমদার, সুজন সরকার, প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জাহিদ আনোয়ার, প্রত্যাগত অভিবাসী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, যশোর টিটিসি’র প্রতিনিধি, যশোর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকরী পরিচালক মো. শাহরিয়ারসহ বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সেমিনারে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সমাজে পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে বক্তারা তাদের মতামত তুলে ধরে বলেন, প্রত্যাগত অভিবাসী কর্মীদের টেকসই পুন:একত্রীকরণে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে যথাযথভাবে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে। তাদেরকে দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলতে আয়বর্ধক কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রদত্ত আর্থিক সুযোগ-সুবিধা প্রদানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে। 

এছাড়া বিদেশে গিয়ে দক্ষতা অর্জনকারী কর্মীদের আরপিএল এর আওতায় টিটিসি’র মাধ্যমে সনদের ব্যবস্থাও রয়েছে। ফলে দক্ষতা সনদ পাওয়া কর্মীরা দেশে-বিদেশে উচ্চ বেতনে কাজের সুযোগ পাবে। মূলত দুই লাখ কর্মী পুন:একত্রীকরণে প্রকল্প বাস্তবায়ন করছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

সারাদেশে ৩০টি ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে ৬৪ জেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় প্রতি কর্মীকে ১৩ হাজার ৫০০ টাকা করে মোট ২ লাখ বিদেশ ফেরত কর্মীকে প্রণোদনা দেয়া হবে। ২০১৫ সাল থেকে বিদেশ ফেরত কর্মীরা প্রকল্পের সুবিধাপ্রাপ্ত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App