×

জাতীয়

নসরুল হামিদ

আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও কমবে এলপিজির দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৬ পিএম

 আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও কমবে এলপিজির দাম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম না কমালে দেশে বেসরকারি এলপিজি গ্যাসের দাম কমানোর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

তিনি বলেন, এলপিজি আমদানি নির্ভর। বর্তমানে ১২ দশমিক ৫ কেজি সরকারি এলপিজি গ্যাসের দাম ৫৯১ টাকা বলেও তিনি জানান। 

রবিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। 

নসরুল হামিদ বলেন, দেশের বেসরকারি এলপিজি আমদানি নির্ভর হওয়ায় (মোট চাহিদার ৯৮ ভাগ) আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য না কমালে দেশের বাজারে বেসরকারি এলপিজির মূল্য কমানোর সুযোগ নেই। 

বর্তমানে প্রতিটি ১২ দশমিক ৫ কেজি ওজনের সরকারি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য ৫৯১ টাকা। 

এছাড়া, বহুল ব্যবহৃত বেসরকারি ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪৭৪ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App