×

জাতীয়

প্রধানমন্ত্রী

১৫ বছর আগে ভাতের জন্য হাহাকার ছিল, এখন তা নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২০ পিএম

১৫ বছর আগে ভাতের জন্য হাহাকার ছিল, এখন তা নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। ১৫ বছর আগে ভাতের জন্য হাহাকার ছিল, আর এখন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ খুঁজে। এই যে পরিবর্তনটা, এটা কিন্তু আওয়ামী লীগ একটানা ক্ষমতায় আছে বলেই সম্ভব হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গণভবনে মিউনিখ ফেরত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

আরো পড়ুন: যারা জিনিসপত্র লুকিয়ে রাখে, তাদের গণধোলাই দেয়া উচিত

যারা মালামাল লুকিয়ে রাখে তাদেরকে গণধোলাই দেয়া উচিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাজারে জিনিসপত্রের অভাব নেই। অথচ কেউ কেউ সেগুলো লুকিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করে। এদেরকে গণধোলাই দেয়া উচিত। জনগণের উচিত এদেরকে প্রতিরোধ করা।

নির্বাচন নিয়ে বিদেশীরা কেউ কোনো প্রশ্ন তোলেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাকে সবাই অভিনন্দন জানিয়েছে। সবাই আমাদের সঙ্গে কাজ করতে চায়। কিন্তু নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App