×

জাতীয়

প্রথমবারের মতো দেশে না‌রি‌কেল আমদানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫০ এএম

প্রথমবারের মতো দেশে না‌রি‌কেল আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রথমবারের মতো ভারত থেকে না‌রি‌কেল আমদানি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থে‌কে দুটি ট্রাকে ৫০ মেট্রিক টন নারকেল আমদানি করা হয়।

হিলি স্থলবন্দরের মেসার্স নাসাত ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান এসব নারকেল আমদানি করে। নাতাশ ট্রেডার্সের স্বত্তাধিকারী নুরুল ইসলাম জানান, দেশের বাজারে নারিকেলের চাহিদার তুলনায় সরবরাহ কম। দামও অনেক বেশি। তাই দামের কথা চিন্ত করে ভারত থেকে ২০০ টন নারিকেল আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খুলি। 

তিনি আরও জানান, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভারত থেকে দুটি ট্রাকে ৫০ টন নারিকেল আমদানি করা হয়। প্রতি টন নারিকেল আমদানি মূল্য ২৫০ ডলার এবং ৩০০ ডলারে শুলল্কয়ন করা হচ্ছে। বন্দরের কার্যক্রম শেষ করে এসব নারকেল দেশের বিভিন্নস্থানে পাঠানো হবে।

হিলি স্থলশুল্ক স্টেশনের তথ্য মতে, বৃহস্পতিবার এক দিনে ১১৪টি ভারতীয় ট্রাকে ২ হাজার ৭৪৮ টন পণ্য আমদানি হয়েছে। এর মধ্যে ২টি ভারতীয় ট্রাকে ৫০ টন নারিকেল আমদানি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App