×

জাতীয়

২৪ ঘণ্টার মধ্যে বেতন না দিলে ট্রেন বন্ধের ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫১ এএম

২৪ ঘণ্টার মধ্যে বেতন না দিলে ট্রেন বন্ধের ঘোষণা

ছবি: সংগৃহীত

চলতি বছর জানুয়ারি মাসের বেতন না পাওয়ায় ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের লালমনিরহাট সেকশনের রানিং স্টাফরা। তবে শেষ রাতে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে একদিনের জন্য তারা কর্মবিরতি থেকে সরে এসেছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) লালমনিরহাট সেকশনের রানিং স্টাফদের বেতন পরিশোধ করবে রেলওয়ে। সোমবার দিবাগত মধ্যরাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের (লালমনিরহাট) সাধারণ সম্পাদক মো. আবু রায়হান।

তিনি বলেন, আমরা ১৯ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদেরকে মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে। এসময়ের মধ্যে যদি জানুয়ারি মাসের বেতন পরিশোধ করা না হয় তবে মঙ্গলবার দিবাগত রাত থেকে আমরা আবার কর্ম বিরতিতে যাবো।

এর আগে ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লালমনিরহাট সেকশনের রানিং স্টাফরা কর্মবিরতি যাবে বলে এক  ঘোষণায় জানায়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App