×

জাতীয়

মিয়ানমারের ২০০ বিজিপি-নাগরিক হস্তান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৩ পিএম

মিয়ানমারের ২০০ বিজিপি-নাগরিক হস্তান্তর

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যসহ ২০০ জনের হস্তান্তর প্রক্রিয়া কক্সবাজারের ইনানীতে সম্পন্ন হয়েছে। বাকি ১৩০ জনের নিবন্ধন কার্যক্রম চলছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের কক্সবাজারের ইনানী জেটিঘাট থেকে পর্যটকবাহী জাহাজে তোলা হয়।

এর আগে, সকাল ৯টা ৫০ মিনিটে স্পিডবোটযোগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুলিশ কর্নেল মিউ থুরা নাঙয়ের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট বিজিপি প্রতিনিধি দল কক্সবাজারের ইনানী নৌ-বাহিনী জেটি ঘাটে এসে পৌঁছে।

এ সব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, বাংলাদেশে আশ্রয় নেয়া ৩০২ জন বিজিপি সদস্য, চারজন বিজিপি পরিবারের সদস্য, একজন সেনা সদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং ৪ জন বেসামরিক নাগরিকসহ মোট ৩৩০ জন মিয়ানমারের নাগরিককে সেদেশের বিজিপির কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে ৬টি বাসে করে বিজিবি ও পুলিশের কড়া পাহারায় ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে রাখা ১৫৭ জনকে কক্সবাজারের ইনানী জেটিঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। 

হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের বাংলাদেশে রাষ্ট্রদূত অং কিউ মোয়ে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App