×

জাতীয়

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরো একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৯ পিএম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরো একজনের মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে টঙ্গীর তুরাগ তীরের ময়দানে আরো একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত মো. জালাল মণ্ডল (৬০) সিরাজগঞ্জের কাজিপাড়া থানার বড়াইখোলা গ্রামের বেলায়েত মণ্ডলের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

তাবলীগ জামাতের ভারতের মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারীদের নিয়ে  দ্বিতীয় পর্বের ইজতেমা শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হলেও দু’দিন আগে থেকেই মানুষ তুরাগ তীরের ময়দানে হাজির হতে থাকেন। ময়দানে উপস্থিত এসব মানুষের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন মোট পাঁচজন। এছাড়া ময়দানে আসার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরো একজন।

এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ময়দানে ছয় জনের মৃত্যুর তথ্য প্রদান করা হলেও বাস্তবে চার জন মারা গেছেন বলে পরে জানায় আয়োজকরা। তাদের মধ্যে বৃহস্পতিবার বেলা ২টা ৫০ মিনিটে শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), বিকেল ৩টা ৪০ মিনিটে নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া (৬৫) ও বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মো. জহির উদ্দিন (৭০) এবং রাত ৮টা ৫০ মিনিটে জামালপুরের ইসলামপুর থানার গোয়ালের চর এলাকার ছবির উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৬৫) মারা যান।

মোহাম্মদ সায়েম জানান, বিশ্ব ইজতেমা মাঠে তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং যাদের তথ্য ও ঠিকানা পাওয়া গেছে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর হয়েছে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App