×

জাতীয়

বিজিএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন ৪০ উদ্যোক্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৪ পিএম

বিজিএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন ৪০ উদ্যোক্তা

তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমই’র পরিচালনা পর্ষদের ২০২৪-২৫ মেয়াদের নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সম্মিলিত পরিষদ থেকে ৪০ উদ্যোক্তা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ঢাকা অঞ্চলের ৩১ জন ও চট্টগ্রাম অঞ্চলের নয়জন।

সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মিলিত পরিষদ প্রার্থী চূড়ান্ত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সম্মিলিত পরিষদের সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি টিপু মুন্সী, মো. সিদ্দিকুর রহমান, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিজিএমইএ ২০২৪-২০২৫ নির্বাচনের জন্য সম্মিলিত পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়কারী আবদুস সালাম মুর্শেদী।

এতে আরো উপস্থিত ছিলেন- সংসদ সদস্য, বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বর্তমান সভাপতি ফারুক হাসান, সম্মিলিত পরিষদের প্যানেল নেতা এস এম মান্নান (কচি)সহ বিজিএমইএ’র সাবেক সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App