×

জাতীয়

ইমারজেন্সি সুইচে টিপ পড়ায় মেট্রোরেল চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৩ পিএম

ইমারজেন্সি সুইচে টিপ পড়ায় মেট্রোরেল চলাচল বন্ধ

ইমারজেন্সি সুইচে টিপ পড়ায় রবিবার (৪ জানুয়ারি) ২টা ৪০ মিনিট থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল।

জানা গেছে, উত্তরা থেকে মতিঝিলগামী পরপর দুটি ট্রেনের দুজন যাত্রী ইমার্জেন্সি সুইচে টিপ দেন। এর প্রভাব পড়ে গোটা মেট্রোরেলে। বেলা ৩টা পর্যন্ত চালু হয়নি ট্রেন চলাচল।

জানা যায়, শেওড়াপাড়া কাজীপাড়া মাঝামাঝি মেট্রোরেলের ওসিএস ক্যাবল ছিড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন: মেট্রোরেলে বিনা ভাড়ায় চড়তে পারবেন যারা

এদিকে তুরাগতীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা রবিবার শেষ হওয়ার পর মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। এ সময় অনেকেই উত্তরা-উত্তর মেট্রো স্টেশনে ভিড় জমান। যাত্রীর চাপে ওই স্টেশনের গেট বন্ধ করে দেয়া হয়। পরে আবার গেট খুলে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App