×

জাতীয়

দেশে এলো ভারতের আলু, কেজিতে দাম কমলো ১০ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৪ পিএম

দেশে এলো ভারতের আলু, কেজিতে দাম কমলো ১০ টাকা

ছবি: সংগৃহীত

দেশের বাজারে নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা জনগণ। এদিকে দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান। প্রতি বছর রমজান এলেই নিত্যপণ্যের দাম হয়ে যায় লাগামহীন। বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে ১০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দিনে চার গাড়িতে এসব আলু বাংলাদেশে প্রবেশ করে। মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করেছে।

এর আগে, গত বছরের ১৪ ডিসেম্বর ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ১৯৭ ট্রাকে পাঁচ হাজার ২০৬ মেট্রিক টন আলু আমদানি করা হয়। এরপর থেকে আলু রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। ফলে পরদিন থেকে দেশের বাজারে পাইকারি ও খুচরায় আলুর দাম বাড়তে শুরু করে।

উদ্ভিদ সংগোনিরোধের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, স্থলবন্দরের ৫২ আমদানিকারক ৩২ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।

এদিকে, ভারতীয় আলু আমদানির খবরে হিলির সবজি বাজারে গতকালের তুলনায় কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু।

এ বিষয়ে স্থানীয় এক কাঁচামাল বিক্রেতা বলেন, গত দুই দিন থেকে আলুর বাজার কমে গেছে। বাজারে দেশি আলুর আমদানি বৃদ্ধি ও ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ায় আলুর দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App