×

জাতীয়

স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও শপথগ্রহণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:৩৩ পিএম

স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও শপথগ্রহণ

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল তিনটায় রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। এ সময় টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

এর পরে ডেপুটি স্পিকার দ্বাদশ সংসদের স্পিকার নির্বাচনের প্রস্তাব করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রস্তাবটি সমর্থন করেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। একটি মনোনয়নপত্র পাওয়ায় তার বিজয় নিশ্চিত হলেও সংসদের কার্যপ্রণালী বিধির ৮বিধি অনুসারে ডেপুটি স্পিকার এ প্রস্তাবটি ভোটে দেন। পরে কণ্ঠ ভোটে ড. শিরীন শারমিন চৌধুরী সর্বসম্মতিক্রমে দ্বাদশ জাতীয় সংসদে টানা চতুর্থবারের মত স্পিকার নির্বাচিত হলেন। 

পরে ডেপুটি স্পিকার ২০ মিনিটের জন্য অধিবেশন বিরতি ঘোষণা করেন। এসময় কার্যপ্রণালী বিধির ১৪৮ ধারা মতে সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব আব্দুস সালাম। পরে ডেপুটি স্পিকার হিসাবে শামসুল হক টুকু নির্বাচিত হন ও শপথ গ্রহণ করেন।

সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এবং ডেপুটি স্পিকার হিসাবে শামসুল হক টুকুকে মনোনীত করে।

জাতীয় সংসদের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। দ্বাদশ জাতীয় সংসদের এটি প্রথম অধিবেশন এবং ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সে অনুযায়ী অধিবেশনের প্রথম দিন মঙ্গলবার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App