×

জাতীয়

বুধবার রাত থেকে বৃষ্টির সম্ভাবনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১২:৩৭ পিএম

বুধবার রাত থেকে বৃষ্টির সম্ভাবনা

একদিনের ব্যবধানে সারাদেশে তাপমাত্রা কিছুটা বেড়ে কমে এসেছে শৈত্যপ্রবাহের বিস্তার। এরমধ্যে মাসের শেষ দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার রাত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়লে তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দিনাজপুরে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অথচ আগের দিন রবিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় থার্মোমিটারের পারদ নেমেছিল ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার যেখানে দেশের ২৮ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছিল, সেখানে সোমবার মৃদু থেকে শৈত্যপ্রবাহ বইছে রাজশাহী, রংপুর বিভাগসহ টাঙ্গাইল, মাদারীপুর, গোলাপগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, রবিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে।

আবহাওয়াবিদ নেওয়াজ আরো বলেন, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া মোটামুটি অপরিবর্তিত থাকবে। তারপর দুই থেকে তিন দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তিনি বলেন, শীত কতদিন থাকবে তা নির্ভর করছে এলাকার ওপর। ঢাকার দিকে দেখা যাচ্ছে অনেকটা তাপমাত্রা বাড়ছে, কিন্তু উত্তরের দিকে খুব একটা বাড়েনি। স্বাভাবিকভাবে ঢাকায় ফেব্রুয়ারির ১৫ দিন পর্যন্ত শীত থাকে। উত্তরের দিকে হয়ত আর কিছুটা বেশি থাকবে। কিন্তু তাপমাত্রা বাড়বে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App