×

জাতীয়

এ বছর হজযাত্রীদের সংখ্যা বাড়বে

হাজিদের বসবাসে ৪ হাজার ভবনকে লাইসেন্স দেবে সৌদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১০:১১ পিএম

হাজিদের বসবাসে ৪ হাজার ভবনকে লাইসেন্স দেবে সৌদি

ছবি: সংগৃহীত

চলতি বছরের হজ মৌসুমে হজযাত্রীদের থাকার জন্য ইতোমধ্যে ১ হাজার ভবনকে অনুমতি দিয়েছে সৌদি আরব। পর্যায়ক্রম এ সংখ্যা ৪ হাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে দেশটি। খবর গালফ নিউজ

এ বিষয়ে মক্কার মেয়রের দপ্তরের মুখপাত্র ওসামা জায়াতুনি বলেন, মক্কা সিটির মেয়র দপ্তর এবার চার হাজার ভবনকে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে। যেগুলোতে ৫ লাখ রুম থাকবে। আর এসব রুমে থাকবেন ২০ লাখ হাজি। 

তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর হাজির সংখ্যা আরও বাড়বে। পবিত্র নগরী মক্কায় হাজিদের থাকার লাইসেন্স চেয়ে অনেক আবেদন আসছে বলেও জানিয়েছেন তিনি। এই আবেদন রজব মাসের শেষ পর্যন্ত নেওয়া হবে। ইংরেজি বছর অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি রজব মাস শেষ হবে।

গত বছর ১৮ লাখ মানুষ পবিত্র হজ পালন করেন। বিশ্বব্যাপী করোনা মহামারি দেখা দেয়ার পর— গেলো বছরই কোনো বিধিনিষেধ ছাড়া হজ পালিত হয়।

এদিকে এবার হজে হাজিদের থাকার জায়গার নিয়ম-কানুনে পরিবর্তন আনা হয়েছে। আগে নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ থাকত। তবে এবার যেসব দেশ আগে হজের প্রক্রিয়া শেষ করবে সেসব দেশের হাজিরা যথাযোগ্য স্থানে থাকার সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরব।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App