×

জাতীয়

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শীতের প্রকোপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ এএম

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শীতের প্রকোপ

ঢাকাসহ দেশের চারটি বিভাগে দুই দিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে শৈত্যপ্রবাহ চলছে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগসহ দক্ষিণের খুলনা এবং বরিশালে। আবহাওয়াবিদেরা বলছেন, আজ রবি ও আগামীকাল সোমবারও এই চার বিভাগে ঠাণ্ডা থাকবে। তবে সপ্তাহ শেষে কমবে শীতের প্রকোপ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজো দেশের উত্তরে ঠান্ডা থাকবে। তবে রাজধানীসহ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগে শীত কিছুটা কমে আসবে। ৩০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ২ তারিখ পর্যন্ত দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের প্রকোপ এখনকার মতো আর থাকবে না।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, রাজশাহী ও রংপুর বিভাগে আজ রাতেও তাপমাত্রা কম থাকবে। তবে এরপর বাড়বে। চলতি সপ্তাহ শেষে সারা দেশেই তাপমাত্রা একটু একটু করে বাড়বে। শীতের এত প্রকোপ থাকবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App