×

জাতীয়

ইন্সপেক্টর মামুন হত্যা

আরাভ খানের বিরুদ্ধে এবার বিচারকের সাক্ষ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫০ পিএম

আরাভ খানের বিরুদ্ধে এবার বিচারকের সাক্ষ্য

ছবি: সংগৃহীত

পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ের আলোচিত ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে এবার সাক্ষ্য দিলেন এক বিচারক। আসামির জবানবন্দি রেকর্ড করায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম এ সাক্ষ্য দেন। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালতে এ সাক্ষ্য দেন তিনি। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। পরে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। 

এর আগে, ২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার অন্য আসামিরা হলেন- আরাভের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এদের মধ্যে আরাভ ও কেয়া পলাতক রয়েছেন। বাকিরা কারাগারে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App