×

জাতীয়

জাতীয় সংসদের চীফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৬:১৭ পিএম

জাতীয় সংসদের চীফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি

দ্বাদশ জাতীয় সংসদের চীফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ‘ দ্যা বাংলাদেশ (হুইপস) অর্ডার ১৯৭২ এর ৬৪ ধারার আর্টিকেল ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন। 

সন্ধ্যায় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১  থেকে সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালাম স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ আব্দুস সালাম স্বাক্ষরিত আলাদা একটি প্রজ্ঞাপনে জানান হয়েছে, আরো ৫ জন এমপিকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। 

নবনিযুক্ত হুইপরা হলেন- ইকবালুর রহিম (দিনাজপুর -৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), মো: নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ- ২), সাইমুম সরওয়ার কমল ( কক্সবাজার -৩) এবং মাশরাফী বিন মোর্ত্তজা এমপি (নড়াইল-২)। আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের নাম সংসদ অধিবেশনে ঘোষণা করবেন।

উল্লেখ্য, চিফ হুইপ পূর্ণ মন্ত্রীর এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন।


আরো পড়ুন: বিরোধী দল স্বতন্ত্র নাকি জাপা, আইনে কী আছে


 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App