×

জাতীয়

হালনাগাদে যুক্ত হল আরও ২০ লাখ নতুন ভোটার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৪:১৭ পিএম

হালনাগাদে যুক্ত হল আরও ২০ লাখ নতুন ভোটার

নতুন বছরের ১ জানুয়ারি পর্যন্ত যারা ভোট দেয়ার জন্য যোগ্য হয়েছেন, তাদের তথ্য হালনাগাদ করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই হালনাগাদে যুক্ত হয়েছে ২০ লাখ ৮৬ হাজার নতুন নাম। আর এদেরকে নিয়ে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ১৭ লাখের বেশি।

রবিবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ভোটার তালিকা হালনাগাদের এ তথ্য প্রকাশ করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, সংসদ নির্বাচনের সময় দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখের বেশি। ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন থাকায় এবার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ পিছিয়ে দেয়া হয়।

হালনাগাদের এই খসড়া তালিকা স্থানীয় পর্যায়ে প্রকাশ করা হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত হবে এ খসড়া ভোটার তালিকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App