×

জাতীয়

জয়শঙ্করের সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০৮:৩৩ পিএম

জয়শঙ্করের সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

শনিবার (২০ জানুয়ারি) ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভেরিফায়েড এক্সে দেয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়। ড. এস জয়শঙ্করের এক্স বার্তায় সাক্ষাতের ছবি শেয়ার করে 

তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ হাছান মাহমুদের সাথে দেখা করে খুবই আনন্দিত।

এসময় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান এবং তার সার্বিক সাফল্য কামনা করেন।

তিনি বার্তায় আরো লেখেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী থেকে শক্তিশালী হচ্ছে। শিগগিরই দিল্লিতে ড. হাছান মাহমুদকে অভ্যর্থনা জানানো হবে।

এর আগে, ১৮ জানুয়ারি ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, সম্পর্ক আরো জোরদার করতে দ্বিপক্ষীয় সফরে ভারতে যাবেন তিনি। ৭ ফেব্রুয়ারি দেশটির রাজধানী নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App