×

জাতীয়

ঘনকুয়াশায় চলাচল বন্ধ, মাঝপদ্মায় আটকা ৬ ফেরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ এএম

ঘনকুয়াশায় চলাচল বন্ধ, মাঝপদ্মায় আটকা ৬ ফেরি

ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝপদ্মায় ছোট-বড় ৬টি ফেরি আটকা পড়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে এসব নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুয়াশা বাড়তে থাকে তিন নৌরুটে। রাত দুইটার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। এরফলে দুর্ঘটনা এড়াতে রাত দুইটা থেকে তিন নৌরুটেই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝনদীতে আটকে পড়ে ছোট-বড় ছয়টি ফেরি। এর ফলে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের এজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। ফলে রাত দুইটা থেকে দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এতে মাঝপদ্মায় ছোট-বড় ৬টি ফেরি আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App