×

জাতীয়

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বসছে আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:০৬ এএম

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বসছে আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার) সুমন মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রিসভার বৈঠকে সাধারণত বিভিন্ন আইন ও বিধির খসড়া কিংবা চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। তবে আজকের বৈঠকে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হবে বলে জানা গেছে। 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সরকারপ্রধান চাইলে এর বাইরেও যেকোনো দিন বৈঠক আহ্বান করতে পারেন। আনুষ্ঠানিক বৈঠক না হলেও নবগঠিত মন্ত্রিসভার অনানুষ্ঠানিক একটি বৈঠক এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টিতে জয়লাভ করে আওয়ামী লীগ। এছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগ নেতা। জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। একটিতে বিজয়ী হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি। 

এরপর ১১ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান।পরে দ্বিতীয় ধাপে শপথ নেন ২৫ জন মন্ত্রী। এরপর ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন। সরকার গঠনের পর গতকাল বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা তাদের দায়িত্ব গ্রহণ করেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App