×

জাতীয়

সাকরাইন উৎসবে মেতেছে আজ পুরান ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১০:১৭ এএম

সাকরাইন উৎসবে মেতেছে আজ পুরান ঢাকা

পৌষ মাসের শেষ দিন বা পৌষসংক্রান্তি আজ (রবিবার)। দিনটি পুরান ঢাকার বাসিন্দাদের সাকরাইন উৎসবে মেতে ওঠার দিন যার মূল আকর্ষণ ঘুড়ি উড়ানো। তাই এটি ঘুড়ি উৎসব নামেও পরিচিত।

এই উৎসবটিকে ঘিরে পুরান ঢাকার অলিগলিতে চলেছে ঘুড়ি বেচাকেনার ধুম। শিশু থেকে তরুণ, বৃদ্ধরা কিনেছেন নাটাই-ঘুড়ি। চলেছে সুতায় মাঞ্জা দেয়ার কাজ। সাকরাইনে ঘুড়ি উড়ানোর পাশাপাশি সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও রং-বেরঙের ফানুসে ছেয়ে যায় সারা আকাশ।

ভবনের ছাদে হয়ে থাকে নানা আয়োজন। সাকরাইন উপলক্ষে এবারও সাজানো হয়েছে পুরান ঢাকার বিভিন্ন এলাকা। সূত্রাপুর, নবাবপুর, শ্যামবাজার, ধূপখোলা, শাঁখারীবাজার, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, ফরাশগঞ্জ, সদরঘাট, গেণ্ডারিয়া, নারিন্দা, লালবাগ, চকবাজার, মুরগিটোলা, ধোলাইখালসহ বিভিন্ন এলাকায় সাকরাইনের আমেজ দেখা গেছে। বিভিন্ন এলাকার ঘুড়ির দোকানগুলোয় পাওয়া যাচ্ছে চোখদার, রকদার, গরুদার, ভোমাদার, কাউঠাদার, মাছলেঞ্জা, ফিতালেঞ্জা, একরঙা, চানতারা, সাপঘুড়ি, প্রজাপতি, পেঁচা, বাক্স প্রভৃতি ঘুড়ি।

ধূপখোলার ব্যবসায়ী নয়ন মিয়া বলেন, ‘অর্ডার কমে গেছে, তার পরও মোটামুটি চলছে। আমরা বছরজুড়েই ঘুড়ি-নাটাইয়ের ব্যবসা করি। সাকরাইন উপলক্ষে অন্যরকম আমেজ সৃষ্টি হয়। মূল ক্রেতা তরুণ-তরুণীরা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App