×

জাতীয়

জনপ্রশাসনেই থাকলেন ফরহাদ, তবে মন্ত্রী হয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৯:০০ পিএম

জনপ্রশাসনেই থাকলেন ফরহাদ, তবে মন্ত্রী হয়ে

ছবি: সংগৃহীত

এবার পূর্ণমন্ত্রী হলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। গত মন্ত্রী পরিষদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ফরহাদ এবার একই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। টানা তৃতীয়বারের মতো এবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

১৯৭২ সালের ৫ জুন মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ফরহাদ হোসেন বর্তমানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি প্রথম ২০১৪ সালে মেহেরপুর-১ আসনে জয় লাভ করেন।

পরে ২০১৮ সালে জয়লাভ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। জেলাটি প্রথম মন্ত্রিত্বের স্বাদ পায় ফরহাদ হোসেনের মাধ্যমে। এবার পূর্ণ মন্ত্রিত্বের অলংকার যোগ হবে মেহেরপুর জেলার ইতিহাসে। 

এদিকে এরইমধ্যে বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে ফরহাদ হোসেনের সমর্থকরা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App