×

জাতীয়

দ্বাদশ সংসদের অর্থমন্ত্রী আবুল হাসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম

দ্বাদশ সংসদের অর্থমন্ত্রী আবুল হাসান

ছবি: সংগৃহীত

টানা চতুর্থবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আবুল হাসান মাহমুদ আলী। যিনি দশম জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে নতুন এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়াদের মধ্যে একজন আবুল হাসান মাহমুদ আলী। 

তিনি কূটনীতিক থেকে রাজনীতির মাঠে এসে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি শেখ হাসিনার সরকারের মন্ত্রীও হয়েছেন। তিনি ২০০৮ সাল থেকে টানা ৪ বার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ দশম জাতীয় সংসদে শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরে একাদশে সংসদ সদস্য নির্বাচিত হলেও সেই সরকারে মন্ত্রিসভায় ঠাঁই পাননি তিনি। তবে এবার নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অর্থে নিয়োগ পেলেন সাবেক এই কূটনীতিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App