×

জাতীয়

র‌্যাব

গত ৭ বছরে ১১২৬ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৭:৫২ পিএম

গত ৭ বছরে ১১২৬ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি

গত ৭ বছর সারাদেশে অভিযান চালিয়ে ১ হাজার ১২৬ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার (১০ জানুয়ারি) র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক ও মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২০১৭ সালে রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান হত্যাকাণ্ডের মাধ্যমে কিশোর গ্যাং সংস্কৃতি আলোচনায় আসে। চাঞ্চলকর এই হত্যাকাণ্ডের হোতাসহ বেশ কয়েকজন কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার করে র‌্যাব। পরবর্তীতে উত্তরা ও গাজীপুরসহ বেশ কয়েকটি এলাকায় স্কুল ছাত্র শুভসহ আরো কয়েকটি হত্যাকাণ্ড ব্যাপকভাবে সমালোচিত হয়। কিশোর গ্যাং নামক অপসংস্কৃতি রোধকল্পে র‌্যাব কাজ শুরু করেছে। 

এরই ধারাবাহিকতায় গত ২০১৭ সাল থেকে গত বছর পর্যন্ত ১ হাজার ১২৬ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গেপ্তার করে র‌্যাব। এর ভেতর মোট ৪০ জনের মধ্যে ৩০ জনকে অর্থদণ্ড ও ১০ জনকে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও শুধু গত বছরই ৩৪৯ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। কিশোর গ্যাং নামক অপসংস্কৃতি রোধে র‌্যাবের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App