×

জাতীয়

ইসি আলমগীর

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি প্রসঙ্গে কোন মন্তব্য নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি প্রসঙ্গে কোন মন্তব্য নয়

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি প্রসঙ্গে কোন মন্তব্য করবে না নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, 'আমাদের বক্তব্য যেটা সেটা গতকাল প্রধান নির্বাচন কমিশনার দিয়েছেন। এর বাইরে আমার কোন বক্তব্য নেই।'

এই নির্বাচন কমিশনার বলেন, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। সন্তুষ্টি, অসন্তুষ্টির বিষয়ে কিছু বলবেন না, তবে নিয়ম অনুযায়ী যা যা করার দরকার তার সবই করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে।

মো. আলমগীর জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট নির্বাচন কমিশন অনুমোদন করেছে। গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে আজকের মধ্যেই হয়তো গেজেট জাতীয় সংসদ সচিবালয়ে চলে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App