×

জাতীয়

২৯৮ আসনের গেজেট প্রকাশ করলো ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম

২৯৮ আসনের গেজেট প্রকাশ করলো ইসি

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলের ২৯৮ টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে, মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে এক জরুরি বৈঠকে গেজেট প্রকাশের অনুমোদন দেয় কমিশন। এ তথ্য জানান নির্বাচন কমিশনার আলমগীর হোসেন।  

গেজেটটি এবার ইসির অনুমোদনের পরে রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠান হবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, গেজেট প্রকাশের জন্য এমপিদের নাম, সংসদীয় আসন, পিতা মাতার নাম, জন্ম তারিখ ইত্যাদি প্রেসে পাঠানো হয় এবং বিকেলে গেজেট প্রকাশ করা হবে। 

ইসি সচিব বলেন, নিয়ম মেনেই নির্বাচন করা হয়েছে। আমরা কোনো অনিয়ম গ্রহণ করিনি।

অপরদিকে বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নয়া এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মন্ত্রিপরিষদ বিভাগ এবং জাতীয় সংসদ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নবনির্বাচিত এমপিরা শপথ নিলে পরের দিন বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। সবশেষ ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগ এখন পর্যন্ত ২৯৮টি আসনের মধ্যে ২২৫টি, জাতীয় পার্টি ১১টি, কল্যাণ পার্টি ১টি এবং স্বতন্ত্র পেয়েছে ৬১টি আসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App