×

জাতীয়

বিরাট ব্যবধানে নৌকার কাছে হারলেন ডলি সায়ন্তনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:২২ এএম

বিরাট ব্যবধানে নৌকার কাছে হারলেন ডলি সায়ন্তনী

ডলি সায়ন্তনী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির। আর তার কাছে বিরাট ব্যবধানে হারলেন নোঙ্গর প্রতীকের ডলি সায়ন্তনী।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। গণনা শেষে এ তথ্য জানা গেছে।

১০৮টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত পাবনা-২ আসনে নির্বাচনে লড়েছেন ৮ জন প্রার্থী। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আহমেদ ফিরোজ কবির ১ লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয়ী ফিরোজের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এর প্রার্থী ডলি সায়ন্তনী নোঙ্গর প্রতীকে পেয়েছেন মাত্র ৪ হাজার ৩৮২ ভোট।

জাতীয় পার্টি-জেপির মো. মেহেদী হাসান লাঙ্গল প্রতীকে ২ হাজার ২২ ভোট, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আ. আজিজ খান ২ হাজার ১৩ ভোট,  সোনালী আঁশ প্রতীকের তৃণমূল বিএনপির প্রার্থী মো. আবুল কালাম আজাদ ৪০৪ ভোট পেয়েছেন। ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের মো. আজিজুল হক ৩৬৬ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকের মো. মোমিনুল ইসলাম ৩৬৬ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের প্রার্থী শেখ আনিসুজ্জামান মশাল প্রতীকে পেয়েছেন ২৮১ ভোট।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী পাবনা-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৮ হাজার ২০৯ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮১১ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজর ৩৯৭ জন।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App