×

জাতীয়

বিএনপি ভোটারদের ভয়-ভীতি দেখাতে পারে: সিইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০৪:৩৮ পিএম

বিএনপি ভোটারদের ভয়-ভীতি দেখাতে পারে: সিইসি

হোটেল সোনারগাঁওয়ে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল বিভিন্ন দেশের কুটনৈতিকদের সঙ্গে মত বিনিময় করেন। ছবি: ভোরের কাগজ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল বলেছেন, সরকার বা নির্বাচন কমিশন নয়, বিএনপি ভোট প্রতিহতের অংশ হিসেবে ভোটারদের ভোট না দিতে বা ভোট কেন্দ্রে না যাবার জন্য চাপ সৃষ্টি বা ভয়-ভীতি দেখাতে পারে। বিভিন্ন দেশের কুটনৈতিকদের ভোটের সর্বশেষ পরিস্থিতি জানানোর সময় সিইসি এ আশঙ্কার কথা জানিয়েছেন।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) হোটেল সোনারগাঁওয়ে ইসির সঙ্গে বাংলাদেশে অবস্থানকরা বিভিন্ন দেশের কুটনৈতিকদের সঙ্গে মত বিনিময় কালে এক কুটনৈতিকের প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন। তার আগে কয়েকজন কুটনৈতিক সরকার বা ইসির পক্ষ থেকে ভোটারদের ভোট দিতে আসার ব্যাপারে কোন চাপ বা ভয়-ভীতি দেখাচ্ছে কিনা?

এসময় তিনি হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের সুবিধার্থে একটি অত্যাধুনিক মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App