×

জাতীয়

দ্বাদশ সংসদ নির্বাচন

ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি, চূড়ান্ত তালিকা প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম

ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি, চূড়ান্ত তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোটারদের তালিকা প্রকাশ করা হয়। ইসির দেয়া তথ্যমতে, দেশে এখন মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৬২ জন।

এদের মধ্যে এবারের জাতীয় নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৪৯ জন।

চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৮টি আর ভোটকক্ষ থাকছে ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

আগামী ৭ জানুয়ারি (রোববার) দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। লড়াইয়ে রয়েছেন ১ হাজার ৯৭০ প্রার্থী। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় শেষে হচ্ছে প্রার্থীদের প্রচার। তারা এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App