×

জাতীয়

৫৫ কেজি সোনা চুরি

দুই রাজস্ব কর্মকর্তা ফের রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৬:৪৮ পিএম

দুই রাজস্ব কর্মকর্তা ফের রিমান্ডে

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসের সরকারি গুদাম থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম সোনা চুরির মামলায় কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও সাইদুল ইসলাম সাহেদকে ফের ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। 

সোমবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত এ রিমান্ডের আদেশ দেন। এদিন কারাগারে থাকা ওই দুই আসামিকে ফের ৩ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন। শুনানি শেষে আদালত আসামিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে চাঞ্চল্যকর এ চুরির ঘটনায় এই দুই রাজস্ব কর্মকর্তাসহ ৮ জনকে রিমান্ডে নেয়া হয়েছিল। ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সোনা চুরির ঘটনায় কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউজের গুদাম থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম সোনা খোয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকার বেশি। সাধারণত বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ করা সোনার বার, অলংকারসহ মূল্যবান জিনিস এই গুদামে রাখা হয়। গুদামে রক্ষিত সোনার হিসাব মেলাতে গিয়েই ঘটনাটি প্রকাশ্যে আসে। এ ঘটনায় শুল্ক বিভাগের একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App