×

জাতীয়

পরিবারের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন শিশুরাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৭ পিএম

পরিবারের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন শিশুরাও

উদ্বিঘ্ন শিশুরাও

বাংলাদেশের ৪০ শতাংশেরও বেশি শিশু বিশ্বাস করে যে করোনার লকডাউন পরবর্তী সময়ে তাদের জীবন আরো কঠিন হয়ে উঠবে। শিশুরা তাদের পরিবারের আর্থিক অবস্থা সম্পর্কে সবচেয়ে বেশি চিন্তিত। পরিবারের প্রাপ্তবয়স্কদের কাজে ফিরে যেতে না পারায় ২০ শতাংশ শিশু উদ্বিগ্ন। সেই সঙ্গে নিজেদের ভবিষ্যত নিয়েও তারা উদ্বিগ্ন।

আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা ‘এডুকো’ দ্বারা পরিচালিত এক নতুন বৈশ্বিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সমীক্ষার ফলাফল জানায় এডুকো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমীক্ষায় অংশ নেয়া প্রায় ২২ শতাংশ শিশু পরিবারের সঙ্গে আরো বেশি সময় কাটাতে পেরে আনন্দিত, ১৭ শতাংশ শিশুর মতে এমন পরিস্থিতিতে তারা বাড়িতে থাকতে পেরে বেশি নিরাপদবোধ করে। বিশ্বব্যাপী ১৮ শতাংশ অংশগ্রহণকারী মনে করে, লকডাউনের পরে তাদের পরিস্থিতি আরও খারাপ হবে, সেই সাথে ২৯ শতাংশ অংশগ্রহণকারী তাদের ভবিষ্যত সম্পর্কে সন্দিহান। তাদের সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, বিশ্বব্যাপী অংশগ্রহণকারীদের মধ্যে ২২ শতাংশ বলেছে যে তারা বা তাদের পরিবারের কেউ অসুস্থ হতে পারে। ১৯ শতাংশ তাদের পরিবারের প্রাপ্ত বয়স্করা কাজ করতে বাইরে যেতে না পারায় এবং ১৭ শতাশের বেশি তাদের নিত্যপ্রয়োজন মেটানোর মত পর্যাপ্ত অর্থ নাও থাকতে পারে এটা ভেবে উদ্বিঘ্ন।

চলতি বছরের ৭ থেকে ২৩শে মে অনলাইন এবং ফোনে সাক্ষাৎকারের মাধ্যমে এই সমীক্ষায় পরিচালিত হয়। এতে অংশ নেয় দেশের ৫’র বেশি শিশু। যাদের মধ্যে প্রায় ৫৬ শতাংশ অংশগ্রহণকারীই ছিল মেয়ে। এই গবেষণাটি আফ্রিকা, আমেরিকা, এশিয়া এবং ইউরোপের ২০টি দেশে পরিচালিত হয়েছে। বিশ্বব্যাপী ৫ থেকে ২৪ বছর বয়সী সাড়ে চার হাজারের বেশি শিশু ও যুবক এই গবেষণায় অংশ নেয়।

এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদের মতে , শিশুরা তাদের চারপাশে কী ঘটছে এবং পরিবারের উপর এই পরিস্থিতির প্রভাব কী সে সম্পর্কে সচেতন। যদিও এই মহামারির মূখ্য ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী হিসাবে শিশুদের বিবেচনা করা হয় না, তবুও অভিজ্ঞতার আলোকে আমরা জানি যে এই জাতীয় অর্থনৈতিক সংকট তাদের আবেগ এবং মানসিক সুস্থতার উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এই সমীক্ষাটি আবারও নিশ্চিত করেছে যে, শিশুরা তাদের চারপাশে কী ঘটছে তা সম্পর্কে সজাগ এবং কীভাবে এই মহামারিটি তাদের এবং তাদের পরিবারকে প্রভাবিত করছে তা বাস্তবিক অর্থেই বিশ্লেষণ করতে সক্ষম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App