×

জাতীয়

মাস স্ক্রিনিং টেস্ট ফর ডেঙ্গু কর্মসূচি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৮:০০ পিএম

মাস স্ক্রিনিং টেস্ট ফর ডেঙ্গু পরীক্ষা কর্মসূচি শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। আগামীকাল শনিবার থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত চলবে এ কর্মসূচি। ডেঙ্গু জ্বরের আশংকা হলে যে কেউ সহজে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে পারেন এ লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমানে ডিএনসিসি এলাকার ৪০টি নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চলছে। এ কর্মসূচির আওতায় এ ৪০টি নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি নিম্নবর্ণিত তারিখ ও স্থান অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করা যাবে।

১ নম্বর ওয়ার্ডঃ ১৩ আগস্ট - নব জাগরণী ক্লাব, সেক্টর-৪, উত্তরা। ৯ নম্বর ওয়ার্ডঃ ৮ আগস্ট - বাগবারি এসসি, ১২২/ক, দুয়ানী পাড়া, কমরুদ্দিনের বাসা। ১৬ আগস্ট - ২৫ দিয়াবাড়ি এসসি, নাজিমুদ্দিনের বাড়ি। ২৫ আগস্ট - ৭০ হরিরামপুর মৃত শামসুল হকের বাড়ি, জহির ফার্মেসীর পিছনে। ৩১ আগস্ট - সিটি কলোনী, নিউ ফোরলেন, খলিলের বাসা, মসজিদের কাছে। ১০ নম্বর ওয়ার্ডঃ ১৮ আগস্ট - ওয়ার্ড কাউন্সিলর অফিস। ১১ নম্বর ওয়ার্ডঃ ২২ আগস্ট - ওয়ার্ড কাউন্সিলর অফিস।

১২ নম্বর ওয়ার্ডঃ ৮ আগস্ট - টিটু মিয়ার বাড়ি, ৫৪/৭ এ শাহ আলী বাগ, মিরপুর-১। ১০ আগস্ট - পাইকপাড়া সমিতি ঘর, পাইকপাড়া, মিরপুর-১। ১৩ আগস্ট - বাস্তুহারা সমিতি ঘর, ৭০৭ জনতা হাউজিং বস্তি, মিরপুর-১। ১৮ আগস্ট - মমিনের বস্তি, উত্তর তোলার বাগ, মিরপুর-১ ২৭ আগস্ট - নাহার কেজি স্কুল, ১৪৪/ক, শাহ আলী বাগ, মিরপুর-১, ঢাকা। ১৩ নম্বর ওয়ার্ডঃ ৯ আগস্ট - ৮২৪, মনিপুর।

১৬ নম্বর ওয়ার্ডঃ ২০ আগস্ট - ওয়ার্ড কাউন্সিলর অফিস। ৩০ আগস্ট - জসিম মোল্লার বাড়ী, আলুব্দী গ্রাম, মিরপুর, ঢাকা। ৮ আগস্ট - বিশ্বভিলা, বাড়ী-১৭, রোড-৬, রুপনগর, মিরপুর, ঢাকা। ১৬ আগস্ট - বাড়ি-৯৫, রোড-৬, ব্লক-খ, উত্তর বিশিল, মিরপুর-১, ঢাকা। ২৩ আগস্ট - রহিমের ক্লাব, ব্লক-ট (বস্তি), সেকশন-৬, মিরপুর, ঢাকা। ১৭ নম্বর ওয়ার্ডঃ ২৬ আগস্ট - সিকদার স্কুল, খিলখেত।

১৮ নম্বর ওয়ার্ডঃ ২২ আগস্ট - আওয়ামী লীগ ক্লাব, কালাচাঁদপুর; ১৫ আগস্ট - কাউন্সিলর অফিস। ১৯ নম্বর ওয়ার্ডঃ ১০, ১৭, ১৮, ২৪, ২৫ ও ৩১ আগস্ট - কড়াইল বস্তি মহাখালী। ২০ নম্বর ওয়ার্ডঃ ১০, ১৭, ১৮, ২৪, ২৫ ও ৩১ আগস্ট - কমিশনারের র্কাযালয়, ওয়্যারলেস, মহাখালী। ২১ নম্বর ওয়ার্ডঃ ৮, ১৮, ২২, ২৫, ২৯ আগস্ট - বাড্ডা জাগরণী ক্লাব, দক্ষিণ বাড্ডা। বাড্ডা হাই স্কুল, গুদারাঘাট, মধ্যবাড্ডা। ২২ নম্বর ওয়ার্ডঃ ৯ আগস্ট - ২১৮/৭/সি বালুর মাঠ, পূর্ব রামপুরা। ১৩ আগস্ট - ১৪৪/১ পূর্ব উলন, রামপুরা। ১৮ আগস্ট - আওয়ামী লীগ অফিস, জামতলা, পূর্ব রামপুরা। ১৯ আগস্ট - ১৪৯/৩/১ জাহাঙ্গীর বস্তি, বাগিচার টেক। ২৬ আগস্ট - ৫২/৪, উলন ঝিল পাড়, পশ্চিম রামপুরা।

২৩ নম্বর ওয়ার্ডঃ ৯ আগস্ট - দাবানল ক্লাব, ৩৮/৬, পূর্ব হাজিপাড়া; ১২ আগস্ট - কমিশনার অফিস, ৩৩০/বি তাল তলা, নতুন বাজার। ১৮ আগস্ট - ২৮ এ/২ মৌলভীর টেক। ২২ আগস্ট - মুক্তিযুদ্ধ ক্লাব, হাজিপাড়া। ২৬ আগস্ট - মালিবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২৭ আগস্ট - ৩৮/৪, পশ্চিম মালিবাগ। ২৪ নম্বর ওয়ার্ডঃ ২৭ আগস্ট - দিপিকার মোড়, আওয়ামী লীগ ক্লাব, সাত রাস্তার মোড়ের পার্শ্ববর্তী।

২৫ নম্বর ওয়ার্ডঃ ৮, ১৫, ২২ আগস্ট - কমিশনার বাড়ি। ১১, ১৮, ২৫, ৩০ আগস্ট - ভুলু সাহেবের বাড়ি। ২৬ নম্বর ওয়ার্ডঃ ১৬ আগস্ট - বিকে আফতাব স্কুল, তেজকুনীপাড়া। ২২ আগস্ট - ৮৪, পূর্ব তেজতুরী বাজার কল্যাণ সমিতি। ২৭ নম্বর ওয়ার্ডঃ ৮ আগস্ট - আগারগাঁও পাকা মার্কেট। ১০ আগস্ট - ১০৩, মনিপুরী পাড়া কল্যাণ সমিতি। ১৯ আগস্ট - ১৬/২, গার্ডেন রোড। ২৬ আগস্ট -নাজনীন স্কুল এন্ড কলেজ, পূর্ব রাজাবাজার।

২৮ নম্বর ওয়ার্ডঃ ২৬ আগস্ট - হানিফ মডেল মালিক সমিতির ক্লাব, পশ্চিম আগারগাও। ২৯ নম্বর ওয়ার্ডঃ ১৬ আগস্ট - বাড়ি-১৪৫/ক, পিসি কালচার হাউজিং সোসাইটি, জহুরীমহল্লা। ১৭ আগস্ট - বাড়ি নং-৬বি/৯ আজিজ মহল্লা, মাজার রোড, মোহাম্মদপুর। ২২ আগস্ট - বাড়ি নং-৫/৫, আজিজ মহল্লা, মাজার রোড, মোহাম্মদপুর। ২৪ আগস্ট - বাড়ি-১৪৫/ক, পিসি কালচার হাউজিং সোসাইটি, জহুরী মহল্লা। ২৬ আগস্ট - বাড়ি নং-২১/২, বিজলী মহল্লা, চিরমিয়ার রোড, মোহাম্মদপুর। ১৮ আগস্ট - বাড়ি নং-৬১, রোড নং-০১, ঢাকা হাউজিং, আদাবর। ২৩ আগস্ট -ওয়াল্ড ভিশন অফিস, রোড-৬, ঢাকা হাউজিং, আদাবর। ২৫ আগস্ট - হালিম সরদারের বাড়ি, রোড-১৭, আদাবর। ২৯ আগস্ট - বাড়ি নং-১৬, রোড-০১, সুনিবিড় হাউজিং, আদাবর।

৩০ নম্বর ওয়ার্ডঃ ১০ আগস্ট - আলালের বাড়ি, রোড-১৮, মনসুরাবাদ, আদাবর। ৩১ নম্বর ওয়ার্ডঃ ১৭ ও ২৪ আগস্ট - টাউন হল কমিশনার অফিস মোহাম্মদপুর। ৩২ নম্বর ওয়ার্ডঃ ১৮ আগস্ট - জেনেভা ক্যাম্প, এসপিজিআরসি ক্লাব, হুমায়ন রোড, মোহাম্মদপুর। ৩৩ নম্বর ওয়ার্ডঃ ১২ আগস্ট - বছিলা মিনি ক্লিনিক, বছিলা। ৩৪ নম্বর ওয়ার্ডঃ ৯ ও ১৬ আগস্ট - রায়েরবাজার কমিউনিটি সেন্টার। ৩৫ নম্বর ওয়ার্ডঃ ৮, ১২, ১৯, ২২, ২৬, ২৯ আগস্ট - ২১০, পাগলা মাজার, নয়াটোলা, মগবাজার। ২৭৭/ই, আমবাগান, নয়াটোলা, মগবাজার।

৩৬ নম্বর ওয়ার্ডঃ ৯, ১৬, ১৮, ২৩, ২৫ আগস্ট - ৫৩৬, পয়োরাবাগ, মগবাজার। ৪৫/২, হক সাহবের বাড়ি, নিউ ইস্কাটন। ৯, ১৬, ১৮, ২৩, ২৫ আগস্ট - কমিশনারের কার্যালয়, মধুবাগ, মগবাজার। ৪০ নম্বর ওয়ার্ডঃ ২৭ আগস্ট - সোলমাইদ প্রাইমারী স্কুল। ১৯ আগস্ট-উদ্দীপন হেলথ কেয়ার, ভাটারা। ২৪ আগস্ট- মা ও শিশু স্বাস্থ্য সেবা ক্লিনিক, ভাটারা।

৪৮ নম্বর ওয়ার্ডঃ ২৪ আগস্ট - হোলান মহিলা মাদ্রাসা। ৪৯ নম্বর ওয়ার্ডঃ ১০ আগস্ট - গাজী নাসিরের বাড়ি, মোল্লার টেক। ৫০ নম্বর ওয়ার্ডঃ ১৮ আগস্ট -ওয়ার্ড কাউন্সিলর অফিস। ৫১ নম্বর ওয়ার্ডঃ ২০ আগস্ট - কল্যাণ সমিতি-১১, সেক্টর-১১, উত্তরা।

এছাড়া নিম্নে বর্ণিত ৪০টি মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা অব্যাহত থাকবেঃ অঞ্চল-১ (উত্তরা): নগর মাতৃসদন, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-১, বাড়ি-৯২, রোড-১২, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-২, কবরস্থানের উত্তর পূর্ব পাশে, রোড-১০/এফ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ২৩৫/২৩৬, দারোগা বাড়ি, মধুপুর চৌরাস্তা ফায়দাবাদ, উত্তরা মডেল টাউন, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ১৫০ আশকোনা মেডিকেল রোড, এয়ারপোর্ট, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ১৩৪/৪ কাজী বাড়ি রোড, কুড়িল চৌরাস্তা, কুড়িল, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৬, বাড়ি ৩২৫ আনিচবাগ, কলেজ রোড, চেয়ারম্যান বাড়ি, ঢাকা।

অঞ্চল-২ (মিরপুর-২): সূর্যের হাসি ক্লিনিক, বাড়ি নং ১, রোড ৯, ব্লক-ডি, সেকশন-১২, মিরপুর; রাড্ডা এমসিএইচএফপি সেন্টার, সেকশন-১০, মিরপুর; সূর্যের হাসি ক্লিনিক, রোড ১, ব্লক-এ, সেকশন-১৩ (হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজ সংলগ্ন), মিরপুর, নগর মাতৃসদন, জে-২, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-১, বাড়ি-৯, ব্লক-ই, রোড-৬, আরামবাগ (আ/এ), সেকশন-৭, মিরপুর, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-২, জে-২, বর্ধিত পল্লবী, ভোলা বস্তির উল্টো দিকে, মিরপুর সাড়ে এগারো, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, বাড়ি-৬, ব্লক-এফ, রোড-৩, সেকশন-২, মিরপুর, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ব্লক-এফ, রোড-৬, সেকশন-১, মিরপুর, ঢাকা।

অঞ্চল-৩ (মহাখালী): সূর্যের হাসি ক্লিনিক, হোল্ডিং নং গ-১০৭৬, ঈদগাহ জামে মসজিদ রোড, শাহজাদপুর; সূর্যের হাসি নেটওয়ার্ক, হাউস নং ৪৫, রোড নং ২, ব্লক-এ, আফতাবনগর; সূর্যের হাসি ক্লিনিক, ৪৬৬/১ শাহিনবাগ, (পশ্চিম নাখাল পাড়া); নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার। নগর স্বাস্থ্য কেন্দ্র-২, ৫৯৯ বড় মগবাজার, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ৫৯৪ মধুবাগ, মগবাজার, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, মহাখালী গ/১৬/এ, আমতলী, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ১৭১ উত্তর বাড্ডা, ঢাকা।

অঞ্চল-৪ (মিরপুর-১০): গোলারটেক, দারুস সালাম থানা মাঠ, মিরপুর-১, ২৬/এ, আহম্মেদ নগর, পাইকপাড়া, মিরপুর-১; ২৭৭/১, মধ্য পীরেরবাগ, মিরপুর; ৬৭৪/১, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর; নগর মাতৃসদন, ৪/বি/বি, দ্বিতীয় কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-১, নেকি বাড়ির টেক, ২য় কলোনি, হরিরামপুর, মিরপুর-১, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-২, বাড়ি-২৭, রোড-১১, কল্যাণপুর, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ১৯২/১ মধ্য পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ৫৯১ উত্তর কাফরুল, চেয়ারম্যান বাড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ৩৮৬ মুন্সি বাড়ি রোড, উত্তর ইব্রাহিমপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।

অঞ্চল-৫ (কারওয়ান বাজার): ১৩৬, তেজকুনি পাড়া, ফার্ম গেইট, তেজগাঁও; ৫২/এ, পশ্চিম রাজাবাজার, শেরে বাংলা নগর; বাড়ি নং ৩২৪, রোড নং ৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর। নগর মাতৃসদন, ৩/৫ খ, বাঁশবাড়ি, মোহাম্মদপুর, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ৬৫/ভি, নুরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৬, পাল সমিতি, রায়েরবাজার, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৭, ৬৪ পশ্চিম আগারগাঁও, ঢাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App