×

জাতীয়

২০ কোটি টাকা খাবারের বিলের খবর সম্পূর্ণ মিথ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ১২:২০ পিএম

২০ কোটি টাকা খাবারের বিলের খবর সম্পূর্ণ মিথ্যা
২০ কোটি টাকা খাবারের বিলের খবর সম্পূর্ণ মিথ্যা

ঢামেক পরিচালক/ছবি: ভোরের কাগজ।

বিভিন্ন গণমাধ্যমে চিকিৎসকদের খাওয়া বাবদ ২০ কোটি টাকা খরচ হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রচারিত/প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ভিত্তিহীন ও বানোয়াট বলে মন্তব্য করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। বুধবার (১জুলাই) নিজ প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চিকিৎসকদের খাওয়া খরচ বাবদ যে ২০ কোটি টাকার কথা বলা হচ্ছে, তা কেবল চিকিৎসকদের এবং খাওয়া খরচ নয়। চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য সেবা কাজে নিয়োজিত সবার যারা বিভিন্ন হোটেলে ছিলেন তাদের থাকা-খাওয়া-যাতায়াত সবকিছু মিলিয়ে। তিনি জানান, ২০ কোটি নয় এই টাকার পরিমান আরো বেশি। ২৬ কোটি টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App