×

জাতীয়

নতুন বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৮, ১১:১৪ এএম

নতুন বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ
দশম জাতীয় সংসদের নতুন বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ। শুরুর দিনে অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এর আগে, বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় ১৯তম এই অধিবেশনের মেয়াদ ও অন্যান্য কার্যক্রম চূড়ান্ত করা হবে। দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে আজ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আহ্বানে বিকাল ৪টায় শুরু হতে যাচ্ছে নতুন বছরের প্রথম এই অধিবেশন। প্রথা অনুযায়ী এদিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সরকারের বিগত দিনের কার্যক্রমে দেশের বিভিন্ন খাতের অর্জিত সাফল্যসহ উন্নয়ন কর্মকাণ্ড তিনি ভাষণে তুলে ধরবেন বলে জানা গেছে। তাঁর ভাষণে থাকবে ২০২১ সালে মধ্যম আয়ের ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দিক নির্দেশনাও। রাষ্ট্রপতির এই ভাষণ গত ৭ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয়। পরে সংসদের রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবসহ দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়াও ১৯তম অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে। এর আগে, বিকাল তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় ১৯তম এই অধিবেশনের মেয়াদ ও অন্যান্য কার্যক্রম নির্ধারিত হবে। গত ২৩ নভেম্বর দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শেষ হয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App