×

জাতীয়

উত্থান-পতনের গৌরবময় যাত্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২০, ০৯:৫১ এএম

উত্থান-পতনের গৌরবময় যাত্রা
উত্থান-পতনের গৌরবময় যাত্রা

আওয়ামী লীগ

উপমহাদেশের প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ২৩ জুন। এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী হওয়ায় দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু বৈশ্বিক মহামারি করোনা সংকটে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে সব ধরনের জনসমাগমপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পরিহার করে আসছে আওয়ামী লীগ। ঐতিহাসিক দিনটিতে সীমিত পরিসরে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাঙালি জাতির স্বাধীনতা, মুক্তি, গণতন্ত্র ও প্রগতি প্রতিষ্ঠায় আত্মদানকারী সব শহীদ সন্তান এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মকবুল হোসেন, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, কার্যনির্বাহী সংসদ সদস্য বদর উদ্দীন আহমদ কামরান, ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ সবার আত্মার শান্তি কামনা করার আহ্বান জানাচ্ছে আওয়ামী লীগ। উত্থান-পতনের আওয়ামী লীগ : ১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। বায়ান্ন, ছয় দফা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ সবই অর্জিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। স্বাধীনতার পর দেশবিরোধীদের ষড়যন্ত্র মোকাবিলা করে ধ্বংসস্তূপ থেকে উঠে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার প্রায় দুইশ বছর পর প্রতিষ্ঠিত এই দলটির প্রথম সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। জন্মলগ্নে নাম ছিল ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। ১৯৫৫ সালের কাউন্সিলে মুসলিম শব্দটি বাদ দিয়ে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ করা হয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের রূপকার আওয়ামী লীগ বাঙালি জাতির স্বতন্ত্র রাষ্ট্র ও আত্মপরিচয় প্রতিষ্ঠার ঐতিহ্যের প্রতীক। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে নিতে ব্যস্ত, তখনই স্বাধীনতাবিরোধী চক্র আন্তর্জাতিক শক্তির সহায়তায় পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। রাজনৈতিক নির্বাসনে যায় আওয়ামী লীগ। নেতাকর্মীরা ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরিয়ে আনেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। এর আগে তার অনুপস্থিতিতে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। সেই থেকে হাল ধরে আছেন তিনি। তার নেতৃত্বের ধারাবাহিকতায় এ পর্যন্ত চারবার এবং বর্তমানে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে দেশ পরিচালনার করছে দলটি। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি : সূর্য উদয় ক্ষণে কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকালে সীমিত পরিসরে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো, বিকালে পঁচাত্তরের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতাকর্মী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সবার বিদেহী আত্মার শান্তি এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত। এছাড়া সকালে টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল শ্রদ্ধা জানাবেন। যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App