×

জাতীয়

কাল থেকে ‘পার্সেল এক্সপ্রেস ট্রেন’ চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০২:৩০ পিএম

কাল থেকে ‘পার্সেল এক্সপ্রেস ট্রেন’ চালু

পার্সেল এক্সপ্রেস ট্রেন

কাল থেকে ‘পার্সেল এক্সপ্রেস ট্রেন’ চালু
দেশের অর্থনীতি চাকা চলমান রাখতে এবং করোনায় বিদ্যমান পরিস্থিতির ক্ষতি পোষাতে আগামীকাল (শুক্রবার (১ মে) থেকে কৃষিপণ্য পরিবহনের জন্য ‘পার্সেল এক্সপ্রেস’নামে বিশেষ লাগেজভ্যান ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যদিও করোনার কারণে গত ২৬ মার্চ থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ থাকলেও মালবাহী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাসের নির্দিষ্ট কয়েকদিন দুই বগি বিশিষ্ট ‘বেতন ট্রেন’নামক ট্রেনও চলাচল করছে। আপাতত চট্টগ্রাম-ঢাকা, দেওয়ানগঞ্জ-ঢাকা ও যশোর টাকা এই তিন রুটে পার্সেল এক্সপ্রেস ট্রেন চলবে বলে জানিয়েছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-জামালপুর-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন এই ট্রেন চলাচল করবে। য‌শোর-ঢাকা-য‌শোর রু‌টে সপ্তাহে দুই দিন চলাচল করবে। শরিফুল আলম জানান, এই লাগেজভ্যান ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে ঢাকায় বিকাল ৪টায় পৌঁছাবে, আবার ঢাকা থেকে রাত ১০টায় ছাড়বে। একইভাবে ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকাল ৪টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। দেওয়ানগঞ্জ থেকে সন্ধ্যা ৮টায় ছেড়ে ঢাকা আসবে। প্রতিদিন এই রুটের গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App