×

জাতীয়

এবার আক্রান্ত কারারক্ষী, কোয়ারাইন্টাইনে ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৮:০৩ পিএম

এবার আক্রান্ত কারারক্ষী, কোয়ারাইন্টাইনে ৩

এবার করোনায় আক্রান্ত কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রিয় কারাগারের এক কারারক্ষী। মঙ্গলবার (২১ এপ্রিল) তাকে জিনজিরার একটি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোয়ারাইন্টাইনে পাঠানো হয়েছে তার রুমে থাকা ৩ কারারক্ষীকে।

ঢাকা কেন্দ্রিয় কারাগারের জেলার মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কারারক্ষি কখনো কারাগারে ডিউটি করেননা। তিনি রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রিয় কাগারের মেসে থাকেন। সেখান থেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বন্দিদের পাহাড়ার দায়িত্ব পালন করতেন।

জেলার বলেন, গত রবিবার ওই কারারক্ষী জ্বর ঠাণ্ডা ও কাশি অনুভব করেন। পরে তাকে করোনা টেস্ট করানো হলে পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে জিনজিরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সুচিকিৎসা দেয়ার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তার রুমে থাকা আরো ৩ কারারক্ষীকে কোয়ারাইন্টাইনে পাঠানো হয়েছে। এক প্রশ্নের উত্তরে জেলার বলেন, ধারনা করা হচ্ছে কোনো হাসপাতাল থেকে ওই কারারক্ষী করোনায় আক্রান্ত হতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App