×

জাতীয়

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৭, ১১:১২ এএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০৪ মেইন পিলারের কাছে শনিবার ভোরে শফিকুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত যুবকের মরদেহ নিয়ে গেছে বিএসএফ। নিহত শফিকুল ইসলাম উপজেলার আমঝোল গ্রামের একাব্বর আলীর ছেলে। লালমনিরহাট বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার পাগলীবাড়ি ১০০ নং বিএসএফ ক্যাম্পের সদস্যরা শনিবার ভোর রাতে হাতীবান্ধা দইখাওয়া সীমান্তের ৯০৪ মেইন পিলার ও ২নং সাব পিলারের কাছে ৫ থেকে ৭ জন বাংলাদেশি গরু আনতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে ঘটনাস্থলেই নিহত হন শফিকুল ইসলাম। পরে তার মরদেহ টেনে-হেঁচড়ে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। হাতীবান্ধার দইখাওয়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোরর্শেদ বলেন, নিহত ওই বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App