×

জাতীয়

ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৪:৪১ পিএম

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। বৃহষ্পতিবার এক শোক বার্তায় তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এই মহৎ চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। আর সেই সেবা দিতে গিয়েই তিনি মৃত্যুবরণ করলেন। তার এই আত্মত্যাগ দেশবাসী চিরদিন মনে রাখবে। বিবৃতিতে তারা বলেন, করোনা মহামারির বিরুদ্ধে চিকিৎসকরাই সামনের কাতারের যোদ্ধা। আমরা পূর্বাপর বলে এসেছি, পরিস্থিতি বিবেচনায় করোনা কালে, সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স, টেকনোলজিস্ট, অ্যাম্বুলেন্স চালক সহ দায়িত্ব পালনরত সকলের জন্য ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী সরবরাহ করা আবিশ্যিক বিষয়। শুরু থেকেই এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য ব্যবস্থাপনার সমন্বয়ের অভাব ছিল। ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে সেই সংকটের চিত্রটিই প্রকটভাবে তুলে ধরলো। বিবৃতিতে নেতৃবৃন্দ ডা. মঈন উদ্দিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App