×

জাতীয়

করোনায় খাদ্যহীন ১৪ ভাগ মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১১:১০ পিএম

করোনায় খাদ্যহীন ১৪ ভাগ মানুষ

সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণগ্রহণ।

করোনাভাইরাসের প্রভাবে দেশের শতকরা ১৪ ভাগ মানুষের ঘরে কোনো খাবারই নেই। একদিন থেকে তিনদিনের খাবার মজুদ রয়েছে ২৯ শতাংশ মানুষের ঘরে। করোনা মহামারিতে সরকারি ছুটি বা সামাজিক দূরত্বের কারণে কাজ বা আয়ের পথ হারিয়েছেন ৭২ শতাংশ মানুষ।

করোনা মহামারির পরিস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফলে দেখা গেছে, দেশের ৮ শতাংশ মানুষের হাতে কাজ থাকলেও তারা এখনও বেতন পাননি। অন্যদিকে মানুষের পারিবারিক আয় ৭৫ শতাংশের মতো কমে এসেছে।

দেশের ৬৪ জেলার দুই হাজার ৬৭৫ জন নিম্ন আয়ের উত্তরদাতার মধ্যে পরিচালিত জরিপে এমন তথ্য উঠে এসেছে। গত ৩১ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে পরিচালিত হয় এ জরিপটি। করোনাভাইরাসের স্বাস্থ্যগত দিকগুলো সম্পর্কে নিম্ন আয়ের মানুষের উপলব্ধি এবং এর অর্থনৈতিক সংকট সম্পর্কে ধারণা পেতে ব্র্যাক এ জরিপ চালায়।

দেশের ৬৪ জেলার দুই হাজার ৬৭৫ জন নিম্ন আয়ের উত্তরদাতার মধ্যে গত ৩১ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে এ জরিপ পরিচালিত হয়। করোনার স্বাস্থ্যগত দিকগুলো সম্পর্কে নিম্ন আয়ের মানুষের উপলব্ধি এবং এর অর্থনৈতিক সংকট সম্পর্কে ধারণা পেতে ব্র্যাক এ জরিপ চালায়। জরিপের তথ্য তুলে ধরে ব্র্যাক বলছে, করোনা প্রতিরোধ বিষয়ে পরিষ্কার ধারণাই নেই ৩৬ শতাংশ উত্তরদাতার।

[caption id="attachment_212810" align="alignnone" width="1310"] রাস্তায় রাস্তায় ঘুরছেন ত্রাণের আশায়[/caption]

জরিপের ফলাফল তুলে ধরে শুক্রবার (১০ এপ্রিল) সংবাদ মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তিটি পাঠান ব্র্যাকের হেড অব মিডিয়া অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স কমিউনিকেশনস রাফে সাদনান আদেল।

জরিপ মতে, গত ৫ এপ্রিল পর্যন্ত মাত্র ৪ শতাংশ মানুষ জরুরি ত্রাণ পেয়েছেন। যাদের বেশির ভাগের বাস শহরে। আর ৪৭ শতাংশ মানুষ মনে করেন এমন পরিস্থিতিতে সরকারের খাদ্য সহায়তা জরুরি। শতকরা ২০ ভাগ মানুষ চেয়েছেন সরাসরি নগদ অর্থ সহায়তা।

অন্যদিকে শহরের মানুষের (৪৪ শতাংশ) চেয়ে গ্রামের মানুষেরাই (৫০ শতাংশ) খাদ্য সহায়তার পক্ষে বেশি আগ্রহী বলে উঠে এসেছে। তবে করোনা পরিস্থিতি মানিয়ে নিতে ৩৬ শতাংশ মানুষ জানেন না অর্থনৈতিক সংকটের সঙ্গে তারা কীভাবে মানিয়ে নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App