×

জাতীয়

ভোট ও পূজা একই দিনে হতে পারে না (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৫:০৮ পিএম

ভোট ও পূজা একই দিনে হতে পারে না (ভিডিও)

প্রতীকী প্রতিবাদ। ঢাবির রাজু ভাস্কর্য থেকে তোলা। ছবি: ভোরের কাগজ।

ভোট ও পূজা একই দিনে হতে পারে না (ভিডিও)

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটের তারিখ পেছানোর দাবিতে রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশণ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থদের ব্যানারে এই আমরণ অনশন শুরু হয়।

জানা যায়, ভোটের তারিখ পেছানোর দাবিতে ৫০ শিক্ষার্থী আমরণ অনশণ শুরু করেছে। তারা বলেন, ৩০ জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা পালনের দিন। একই দিনে নির্বাচন কমিশন দুই সিটির ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে। ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে আমরা গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছি। এর মধ্যে শাহবাগ অবরোধ করে আন্দোলনও করেছি। বুধবার নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রাও করেছিলাম। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে পুলিশ শিক্ষার্থীদের পদযাত্রা আটকে দেয়।

স্বপন দাস বলেন, ‘নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে ধারাবাহিক কর্মসূচী পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবার একটাই দাবি ভোটের তারিখ পরিবর্তন করা হোক। উচ্চ আদালতে আপিল করা হয়েছে, দেখা যাক কি হয়। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।’

জগন্নাথ হল সংসদ শাখার সাধারণ সম্পাদক (জিএস) কাজল দাস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। আমরাও আছি অনশনে। নির্বাচন কমিশন অফিসিয়ালি জানিয়েছে, তাদের পক্ষে নির্বাচন পেছানো সম্ভব নয়। তারপরও আমরা নির্বাচন কমিশনকেই জানাতে চাই, একই দিনে ভোট আর পূজা হতে পারে না। তাই সকল দিক বিবেচনায় ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করা হোক।

https://www.youtube.com/watch?v=hll0DsrADiU&t=3s

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App