×

জাতীয়

রাজধানীতে বছর শুরুর ১০ দিনেই ধর্ষিতা ৬ নারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০, ০৪:৫২ পিএম

রাজধানীতে বছর শুরুর ১০ দিনেই ধর্ষিতা ৬ নারী

রাজধানীতে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। গত ১জানুয়ারী থেকে ঢাকাতে ৬ জন ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।

এরা হলে গত বৃহস্পতিবার (৯ জানয়ারি) কামরাঙ্গীরচর পূর্ব রসূলপুরে এক কিশোরী, বৃহস্পতিবার (৯ জানয়ারি) রাতে ভাটারা আরেক কিশোরী, ১ জানুয়ারি সবুজবাগে এক কিশোরী, ১জানুয়ারি ও ৯ জানুয়ারি রামপুরায় ২ তরুণী ও ৫জানুয়ারি কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের হাসপাতালটিন পরিচালক জানান, শিশু সহ ধর্ষণের শিকার এরা হাসপাতালের ওসিসিতে ভর্তি আছে। এদের মধ্যে প্রাথমিক ভাবে দুজনের ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে এরা একাধিক ব্যক্তি দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে কিনি তা নিশ্চিত হতে ডিএনএ নমুনা নিয়ে পরীক্ষা করতে দেওয়া হবে। তবে তাদের শারিরীক অবস্থা ভাল আছে। এটা সামাজিক অবক্ষয়। শিশু, প্রতিবন্ধিরা এর শিকার হচ্ছে বেশী। নির্দয় হয়ে যাচ্ছে সবাই। এটা রোধ করতে নানা মুখি প্রচেষ্টা নেওয়া দরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App