×

জাতীয়

প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের সেই মুহূর্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৪:৪৮ পিএম

প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের সেই মুহূর্ত

প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী দৃশ্য। ছবি: সংগ্রহ।

প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের সেই মুহূর্ত

প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী দৃশ্য। ছবি: সংগ্রহ।

পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছেলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পুরাতন বিমানবন্দরে (জাতীয় প্যারেড গ্রাউন্ড) তাকে বহনকারী বিমানটি অবতরণ করেছিল। সেখানেই তার পা পড়েছিল সদ্য স্বাধীন নিজভূমে। ১৯৭২ সালের ১০ জানুয়ারির সেই দৃশ্য যেন আজও জ্বল জ্বল করছে বাঙালি স্মরণে, মননে, শ্রদ্ধায়, ভালোবাসায়।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে তোজগাঁও পুরাতন বিমানবন্দরে এমন দৃশ্যই দেখা গেল আরেকবার। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সবাই অপেক্ষা করছিলেন সেই মুহূর্তটির জন্য।

তখন বিকেল ৪টা ৩৫ মিনিট। জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে উড়োজাহাজ (সি-১৩০জে) তোজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করলো। সঙ্গে সঙ্গে বাংলার আকাশে বাতাস কেঁপে উঠলো ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; স্লোগানে। স্বাধীনতাযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু বিমান থেকে ধীরে ধীরে নেমে এলেন। আর তার দিকে এগিয়ে ছুটে গেলো জনসমুদ্র।

[caption id="attachment_194442" align="aligncenter" width="700"] স্বদেশে ফিরে ভাষণ দিতে গিয়েও কান্নায় ভেঙে পড়েন বঙ্গবন্ধু। ছবি: ফাইল।[/caption]

দৃশ্যটি জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী দৃশ্য। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ক্ষণগণনা অনুষ্ঠানে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বদেশ প্রত্যাবর্তনের সেই দৃশ্যটি দেখানো হয়।

দৃশ্যটি মঞ্চে বসে প্রত্যক্ষ করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে রয়েছেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

প্যারেড গ্রাউন্ডে আরো উপস্থিত রয়েছেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আরো উপস্থিত আছেন প্রায় ১২ হাজার দর্শক।

[caption id="attachment_194445" align="aligncenter" width="700"] স্বদেশে ফিরে সমাবেশে ভাষণ দেয়ার সময়ও কান্নায় ভেঙে পড়েন বঙ্গবন্ধু। ছবি: ফাইল।[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App