×

জাতীয়

সংসদের শীতকালীন অধিবেশন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৫:২৯ পিএম

সংসদের শীতকালীন অধিবেশন শুরু

জাতীয় সংসদ। ফাইল ছবি।

একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হয়েছে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেল ৪টায়। চলবে আগামী ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ ও বছরের প্রথম অধিবেশন শুরু হয়। শীতকালে অনুষ্ঠিত হওয়ায় এটাকে শীতকালীন অধিবেশন হিসেবে গণ্য করা হয়।

এর আগে আজ বিকেল ৩টা কার্যউপদেষ্ঠা কমিটির বৈঠক শুরু হয়। সেখানে স্পিকারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, চীফ হুইপ নূর ই আলম চৌধুরীসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সেখানে অধিবেশনের মেয়াদকাল ঠিক হয়।

শুরুতে স্পিকার গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকার, সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পিসহ আরো বেশ কয়েকজন গন্যমাণ্য ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব আনেন। তিনি বলেন, মো. ইউনুস আলী সরকার ছিলেন একাদশ সংসদের একজন সদস্য। গত ২ জানুয়ারী তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে সংসদ মুলতবির রেওয়াজ রয়েছে। কিন্তু বছরের প্রথম অধিবেশনে প্রথাঅনুযায়ী রাষ্ট্রপতি ভাষন দেবেন। তাই শোক প্রস্তারের আলোচনার পরে সংসদের অধিবেশন কিছুক্ষণ মূলতবি রেখে তার পরে শুরু হবে। তখন রাষ্ট্রপতি ভাষন দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App