×

জাতীয়

স্বনির্ভর জাতি গঠনে নারী ক্ষমতায়ন জরুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৬:১২ পিএম

স্বনির্ভর জাতি গঠনে নারী ক্ষমতায়ন জরুরি

‘পুনক’ সমাবেশে বক্তব্য দিচ্ছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি: ভোরের কাগজ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তৃণমূলে নারী ক্ষমতায়নের মাধ্যমে স্বনির্ভর জাতি গড়া সম্ভব। পরিবারের কেন্দ্রে থেকে আত্মপ্রত্যয়ী ও স্বনির্ভর মা পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। স্বনির্ভর নারী গঠনে ‘পুনাক’ উল্লেখযোগ্য ভূমিকা রাখছে- যা প্রশংসনীয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক আয়োজিত ‘পুনাক’ বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

স্পিকার বলেন, উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত হয়ে ‘পুনাক’ সদস্যরা কাজ করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। নব ক্ষেত্রসমূহে নব উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিন। নিজস্ব প্রচেষ্টায় সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে গেলে অর্জিত হবে কাঙ্ক্ষিত লক্ষ্য– অর্থনৈতিক প্রবৃদ্ধি।

যুগোপযোগী ও মনোমুগ্ধকর এমন একটি সমাবেশ ও আনন্দমেলা আয়োজনের জন্য স্পিকার বংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-কে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরণের আয়োজন সকলকে সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত করবে। স্পিকার এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার প্রদান এবং পুনাকের স্টল পরিদর্শন করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী উন্নয়নে ব্যপক অগ্রগতি সাধিত হয়েছে। নারী পুলিশ সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। নারী উদ্যোক্তা তৈরি ও তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জজে ‘পুনাক’ আরো অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুনাকের সভানেত্রী হাবিবা জাবেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বেগম লুৎফুল তাহমিনা খান, বিজিএমই-এর সভাপতি ড. রুবানা হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিরীন ইসলাম, তুহিন সালামসহ পুনাকের নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের নারী সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App