×

জাতীয়

বিপিএম সাহসিকতা পদক পেলেন মহিউদ্দিন ফারুকী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৮:৫১ পিএম

বিপিএম সাহসিকতা পদক পেলেন মহিউদ্দিন ফারুকী
পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম (সাহসিকতা) পেয়েছেন র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী। রবিবার (৫ জানুয়ারি) পুলিশ সপ্তাহের প্রথম দিন রাজারবাগ পুলিশ লাইনসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের এলিট ফোর্সের এই কর্মকর্তাকে পদক পরিয়ে দেন। এর আগে ফারুকী ২০১৫ সালে পিপিএম সেবা ও ২০১৭ সালে বিপিএম সাহসিকতা পদক পেয়েছিলেন। সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ সপ্তাহে পদক দেওয়া হয় যা বিপিএম এবং পিপিএম নামে পরিচিত। প্রথমটি বাংলাদেশ পুলিশ পদক ও পরেরটি রাষ্ট্রপতি পুলিশ পদক। আত্মঘাতী নারী জঙ্গি দলের তিন সদস্যসহ দুর্ধর্ষ ১৯ জঙ্গিকে গ্রেপ্তার, রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন বানিয়ে পাসপোর্ট তৈরিতে সহযোগিতার অভিযোগে ৭জনকে গ্রেপ্তার ও অবৈধ মাদক এবং অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখায় মহিউদ্দিন ফারুকী এই পদকে ভূষিত হন। পদকপ্রাপ্তির পর প্রতিক্রিয়ায় মহিউদ্দীন ফারুকী বলেন, পদক পেয়ে খুব ভালো লাগছে। এতে কাজের অনুপ্রেরণা বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App